খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে। এবার শার্টের হাতা ভাঁজ করে পরার কারণে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী মো. আমানউল্লাহ আমানকে নির্যাতন করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আমান ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতায় থানায় আশ্রয় নেন। গতকাল সকালে পুলিশি প্রহরায় তিনি মেসে ফেরেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ডিসিপ্লিনের (বিভাগ) প্রথম বর্ষের শিক্ষার্থীরা নানা ধরনের নির্যাতনের অভিযোগ করে ২য় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ দিলে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। শিক্ষার্থী মো, আমানউল্লাহ আমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন শাহ শিরিন সড়কে মেসে থাকেন। শুক্রবার সন্ধ্যায় ফোন করে একটি দোকানে সিনিয়ররা দেখা করতে বলেন। সেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২২ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ছিলেন। এ সময় তারা ‘ক্যাম্পাসে শার্টের হাতা ভাঁজ করে ঘুরে বেড়াও, সিনিয়রদের সম্মান করো না’ বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তাকে চরথাপ্পড় ও মারধর করা হয়। রাত ২টার পর আমানউল্লাহ ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। তাদের পরামর্শে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে গল্লামারী এলে পুলিশ তাকে হরিণটানা থানায় নিয়ে যায়। সারারাত থানায় থাকার পর সকালে দুজন পুলিশ তাকে বাসায় দিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
খুবিতে তুচ্ছ ঘটনায় ফের ছাত্র নির্যাতন
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর