মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নৌকা প্রতীকে একাই ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মৃধা। একটি গোপন সভায় দেওয়া এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর উপজেলার একাংশ) নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি। ইতোমধ্যে তাকে মনোনয়ন দেওয়ায় কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম সিদ্দিকীকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন। এতে এ আসনের নির্বাচনি পরিবেশ জমে উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সিরাজুল হক মৃধা নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি তার নিজ ইউনিয়ন শিকারমঙ্গলের ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দেন। যাতে আবদুস সোবাহান মিয়া গোলাপ এমপি হতে পারেন। এমন একটি ভিডিও গতকাল সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ২৬ সেকেন্ডের ভাইরাল হওয়া বক্তব্য হুবহু তুলে ধরা হলো, ‘এই প্রতিশ্রুতি দিচ্ছি শিকারমঙ্গল ইউনিয়নের ভোট আমি, ৯ হাজার ভোট আমি পিটাইয়া দিব। আমি সিওর দিলাম। ভাই-ব্রাদারকে নিয়া। সবার সামনে প্রতিশ্রুতি দিলাম। হাতে-পা ধরিয়া লাগলেও আমি পিটাইয়া দিব। আমি একা নয়, ভাই-ব্রাদারকে সঙ্গে নিয়া ভোট পিটাইয়া দিব। এখানে এমপি হতে হলে আরও ৫-৭টা ইউনিয়নও পিটাইতে হবে।’ এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর কালকিনিতে সিরাজ মৃধা নৌকা প্রতীকে ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আসলে তার বক্তব্য হাস্যকর ছাড়া আর কিছুই না।’ এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল হক মৃধা বলেন, ‘ফেসবুকে যে ভিডিও ছড়িয়েছে সেটিতে আমার পুরা বক্তব্য আসেনি। ওই ভিডিওর আগে ও পিছে আরও কথা ছিল।’ এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিকে পাঠানো হয়েছে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ