মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নৌকা প্রতীকে একাই ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মৃধা। একটি গোপন সভায় দেওয়া এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর উপজেলার একাংশ) নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি। ইতোমধ্যে তাকে মনোনয়ন দেওয়ায় কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম সিদ্দিকীকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন। এতে এ আসনের নির্বাচনি পরিবেশ জমে উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সিরাজুল হক মৃধা নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি তার নিজ ইউনিয়ন শিকারমঙ্গলের ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দেন। যাতে আবদুস সোবাহান মিয়া গোলাপ এমপি হতে পারেন। এমন একটি ভিডিও গতকাল সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ২৬ সেকেন্ডের ভাইরাল হওয়া বক্তব্য হুবহু তুলে ধরা হলো, ‘এই প্রতিশ্রুতি দিচ্ছি শিকারমঙ্গল ইউনিয়নের ভোট আমি, ৯ হাজার ভোট আমি পিটাইয়া দিব। আমি সিওর দিলাম। ভাই-ব্রাদারকে নিয়া। সবার সামনে প্রতিশ্রুতি দিলাম। হাতে-পা ধরিয়া লাগলেও আমি পিটাইয়া দিব। আমি একা নয়, ভাই-ব্রাদারকে সঙ্গে নিয়া ভোট পিটাইয়া দিব। এখানে এমপি হতে হলে আরও ৫-৭টা ইউনিয়নও পিটাইতে হবে।’ এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর কালকিনিতে সিরাজ মৃধা নৌকা প্রতীকে ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আসলে তার বক্তব্য হাস্যকর ছাড়া আর কিছুই না।’ এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল হক মৃধা বলেন, ‘ফেসবুকে যে ভিডিও ছড়িয়েছে সেটিতে আমার পুরা বক্তব্য আসেনি। ওই ভিডিওর আগে ও পিছে আরও কথা ছিল।’ এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিকে পাঠানো হয়েছে।’
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি