মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নৌকা প্রতীকে একাই ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মৃধা। একটি গোপন সভায় দেওয়া এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর উপজেলার একাংশ) নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি। ইতোমধ্যে তাকে মনোনয়ন দেওয়ায় কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম সিদ্দিকীকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন। এতে এ আসনের নির্বাচনি পরিবেশ জমে উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সিরাজুল হক মৃধা নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি তার নিজ ইউনিয়ন শিকারমঙ্গলের ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দেন। যাতে আবদুস সোবাহান মিয়া গোলাপ এমপি হতে পারেন। এমন একটি ভিডিও গতকাল সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ২৬ সেকেন্ডের ভাইরাল হওয়া বক্তব্য হুবহু তুলে ধরা হলো, ‘এই প্রতিশ্রুতি দিচ্ছি শিকারমঙ্গল ইউনিয়নের ভোট আমি, ৯ হাজার ভোট আমি পিটাইয়া দিব। আমি সিওর দিলাম। ভাই-ব্রাদারকে নিয়া। সবার সামনে প্রতিশ্রুতি দিলাম। হাতে-পা ধরিয়া লাগলেও আমি পিটাইয়া দিব। আমি একা নয়, ভাই-ব্রাদারকে সঙ্গে নিয়া ভোট পিটাইয়া দিব। এখানে এমপি হতে হলে আরও ৫-৭টা ইউনিয়নও পিটাইতে হবে।’ এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর কালকিনিতে সিরাজ মৃধা নৌকা প্রতীকে ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আসলে তার বক্তব্য হাস্যকর ছাড়া আর কিছুই না।’ এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল হক মৃধা বলেন, ‘ফেসবুকে যে ভিডিও ছড়িয়েছে সেটিতে আমার পুরা বক্তব্য আসেনি। ওই ভিডিওর আগে ও পিছে আরও কথা ছিল।’ এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিকে পাঠানো হয়েছে।’
শিরোনাম
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
৯ হাজার ভোট নৌকার পক্ষে পিটিয়ে নেওয়ার ঘোষণা
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর