শুকনো মৌসুম আসতে এখনো অনেক দেরি, কিন্তু তার আগেই খরস্রোতা তিস্তা নদী পানিশূন্য হয়ে ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। নব্য হারিয়ে তিস্তা এখন মৃতপ্রায়, যা এখন ফসলের জমি। নদীজুড়ে সবুজের হাতছানি। জানা গেছে, তিস্তার জেগে ওঠা চরে এবারও ফসল ফলাতে ব্যস্ত হয়ে পড়েছেন কিষান-কিষানিরা। নদীর বুক চিরে চলছে চাষাবাদ। আবার আরেক দিকে নদীর দুই কুলে চলছে দখলের মহোৎসবও। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ তিস্তা নদী দখলের বিষয়ে বলেন, ‘জেলার বেশ কিছু স্থানে তিস্তার উপকূলে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেগুলো উচ্ছেদের ব্যাপারে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে । যারা এখনো দখল করে আছেন তাদের সরে যেতে চিঠি দেওয়া হয়েছে।’ সরেজমিনে দেখা গেছে, এক সময়ের খরস্রোতা তিস্তা শুকিয়ে খাঁ খাঁ করছে। এক মাস আগেও নদীতে ছিল প্রচুর পানি। বর্ষা শেষ না হতেই নদী যেন মরে গেছে। নদীতে বড় বড় বালুর স্তূপ পরে মূল নদী গতিপথ হারাতে বসেছে। দেখা গেছে, একটি নালা দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বিশাল তিস্তার বুকে নেই হাঁটু পানিও। এই তিস্তার বুকে কৃষক ফলিয়েছেন নানা ফসল। কৃষকরা চাষ করছেন আলু, ভুট্টা, রসুন, গম, মিষ্টি কুমড়া, গাঁজর, পিঁয়াজসহ ১০ ধরনের ফসল। বানের পানিতে সম্বল হারানো মানুষগুলো এখন ঘুরে দাঁড়াতে ব্যস্ত সময় পার করছেন সম্ভাবনার ফসল উৎপাদনে। হাতীবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের কৃষক আইনুল হক বলেন, প্রতি বছর নভেম্বর- ডিসেম্বরে তিস্তার পানির শুকিয়ে যায়। এতে তিস্তায় বড় বড় চর জেগে ওঠে। চরগুলোতে সাধারণ কৃষকরা বিভিন্ন ফসল ফলায়। তিস্তা পারের মানুষের একমাত্র সম্বল চরের জমিতে চাষবাদ করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তার পানি এখন কমতে শুরু করছে। পানি কম থাকায় ব্যারাজের সব গেট বন্ধ রাখা হয়েছে। এ কারণে উজানে পানিশূন্যতা দেখা দিয়েছে। লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হামিদুর রহমান বলেন, এবার তিস্তায় জেগে ওঠা চরে ব্যাপক ফসল চাষাবাদ হয়েছে। ভালো ফসল পেলে তিস্তা চরের মানুষের জীবনমান পরিবর্তন হবে। তিস্তা পারের কৃষকদের পরামর্শ দিতে উপজেলা কৃষি উপসহকারী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘বিজ্ঞানসম্মতভাবে তিস্তা খনন না হলে বাংলাদেশ অংশের ১৬৫ কিলোমিটার জুড়ে নদীর দুই পাড়ে বাস করা কোটি মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। এ সময় যে পরিমাণ পানি থাকার কথা তা না থাকায় নদীটি একেবারে মরতে বসেছে। এই নদী রক্ষা হলেই বাঁচবে বাংলাদেশের উত্তরাঞ্চল।’
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
মৃতপ্রায় তিস্তা এখন ফসলের জমি
দখলে ছোট হচ্ছে প্রতিদিন
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর