হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকুড়া মহল্লায় রাস্তা নির্মাণ কেন্দ্র করে দুই পক্ষের দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পুলিশি ঝামেলা এড়াতে পাশের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিচ্ছে। পুলিশ জানায়, ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়াসহ তার লোকজন এক্সক্যাভেটর দিয়ে মাটি ভরাট করে সড়ক নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি সড়ক থাকায় হুকুড়াবাসী রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াদের স্থানীয় মুরুব্বিদের দোহাই দিয়ে বাধা দেয়। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল। কয়েকদিন আগে হুকুড়াবাসী একত্র হয়ে রুবেল মিয়াকে সড়ক নির্মাণ না করতে অনুরোধ করলে তিনি অসম্মতি জানান। এরই জেরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুল করিমসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, সড়ক নির্মাণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৪ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে