হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকুড়া মহল্লায় রাস্তা নির্মাণ কেন্দ্র করে দুই পক্ষের দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পুলিশি ঝামেলা এড়াতে পাশের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিচ্ছে। পুলিশ জানায়, ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়াসহ তার লোকজন এক্সক্যাভেটর দিয়ে মাটি ভরাট করে সড়ক নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি সড়ক থাকায় হুকুড়াবাসী রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াদের স্থানীয় মুরুব্বিদের দোহাই দিয়ে বাধা দেয়। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল। কয়েকদিন আগে হুকুড়াবাসী একত্র হয়ে রুবেল মিয়াকে সড়ক নির্মাণ না করতে অনুরোধ করলে তিনি অসম্মতি জানান। এরই জেরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুল করিমসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, সড়ক নির্মাণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৪ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ