হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকুড়া মহল্লায় রাস্তা নির্মাণ কেন্দ্র করে দুই পক্ষের দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পুলিশি ঝামেলা এড়াতে পাশের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিচ্ছে। পুলিশ জানায়, ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবিকৃত জায়গার ওপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর ছেলে রুবেল মিয়াসহ তার লোকজন এক্সক্যাভেটর দিয়ে মাটি ভরাট করে সড়ক নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি সড়ক থাকায় হুকুড়াবাসী রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াদের স্থানীয় মুরুব্বিদের দোহাই দিয়ে বাধা দেয়। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির কথা ছিল। কয়েকদিন আগে হুকুড়াবাসী একত্র হয়ে রুবেল মিয়াকে সড়ক নির্মাণ না করতে অনুরোধ করলে তিনি অসম্মতি জানান। এরই জেরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুল করিমসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, সড়ক নির্মাণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৪ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জে সড়ক নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর