যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলের হলুদে সেজেছে ফসলের মাঠ। সরিষা খেতের পাশে মৌ-বাক্স স্থাপন করে প্রাকৃতিক পদ্ধতিতে মধু সংগ্রহ করে মৌচাষিরা আয় করছেন কোটি কোটি টাকা। এতে মৌমাছির মাধ্যমে সরিষা ফুলের পরাগায়নের সুবিধার পাশাপাশি যেমন লাভবান হচ্ছে তারা অন্যদিকে ফুলে কৃত্রিম পরাগায়ন বাড়ায় ফসলের উৎপাদন বাড়ছে। চলতি বছর জেলায় সরিষা ফুল থেকে ১২ কোটি টাকার মধু বিক্রির আশা কৃষি বিভাগের। নওগাঁর মান্দা, সাপাহার, আত্রাই, পত্নীতলা ও মহাদেবপুরের অধিকাংশ সরিষার মাঠেই দেখা মিলবে মৌমাছি ছেড়ে মধু আহরণের এমন দৃশ্য। রাজশাহীর কেশরহাটের জাহিদ হাসান এসেছেন নওগাঁর মান্দায়। ২০১৮ সালে ২২টি বাক্স দিয়ে মৌ-চাষ শুরু করেন। এরপর আস্তে আস্তে মৌ-বাক্সের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে তার খামারে ৩৭০টি মৌ-বাক্স রয়েছে। প্রতিটি বাক্স থেকে প্রতি সপ্তাহে দুই থেকে আড়াই কেজি মধু পাওয়া যায়। পাঁচ বছর ধরে তিনি নওগাঁর বিভিন্ন এলাকায় ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষা খেতের পাশে মৌ-বাক্স বসিয়ে মধু সংগ্রহ করে আসছেন। জাহিদের খামারে কর্মরত শ্রমিকরা জানান, প্রতি কেজি মধু বিক্রি করা হয় ৩০০-৩৫০ টাকা দরে। শুধু জাহিদ নয়, এরকম বহু খামারি নওগাঁর বিভিন্ন স্থানে সরিষা থেকে কৃত্রিম উপায়ে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন। সরিষা ছাড়াও লিচু, কালোজিরা ও তিল থেকে মধু সংগ্রহ করা হয়। এখান থেকে যে বেতন পান তা দিয়ে সুন্দর ও সচ্ছলভাবে সংসার চলে তাদের। কৃষকরা জানান, খেতের পাশে মৌ-বাক্স স্থাপন করায় কৃত্রিম পদ্ধতিতে ফুলের পরাগায়ন হওয়ায় খেতে পোকার আক্রমণ কম হয়, ফলনও বেশি হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সরিষা ফুলে মৌমাছির বিচরণ হওয়ায় পরাগায়নের ফলে ফলন বাড়ে। চলতি বছর জেলায় সরিষা খেতের পাশে ১০ হাজার মৌ-বাক্স স্থাপন করা হয়েছে। প্রতিটি বাক্স থেকে এক সিজনে ২০ থেকে ২৪ কেজি মধু সংগ্রহ করা হয়ে থাকে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার কেজি মধু সংগ্রহ করা হবে। আর প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা দরে। সে হিসাবে এবার প্রায় ১২ কোটি টাকার মধু বিক্রি হবে। চলতি বছর জেলার ১১টি উপজেলায় ৬৮ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩০ হাজার হেক্টর বেশি।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
সরিষা ফুল থেকে মধু বিক্রিতে আয় ১২ কোটি টাকা
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর