মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে শিশুকন্যা তাইবাকে (৮) নিজের হেফাজতে নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন বাবা তোফাজ্জল হোসেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিতু হালদারকে বিবাদী করে ২৪ মার্চ এ মামলা করেন তিনি। বর্তমানে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলাটি বিচারাধীন। গতকাল বাদীপক্ষের আইনজীবী হাসান আল জাবির তালুকদার সনি বলেন, ‘মামলার পর আদালত বাবা এবং সন্তান তাইবার ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছিলেন। একই সঙ্গে বিবাদীদের শিশু তাইবাকে নিয়ে এদিন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার কারাগারে অবস্থান করায় এবং শামসুল হক ফাউন্ডেশন বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্বে থাকায় ডিএনএ পরীক্ষা হয়নি। আর এ কারণে শিশু তাইবাকেও আদালতে হাজির করা হয়নি। এজন্য আমরা তাইবাকে হাজির করতে শামসুল হক ফাউন্ডেশনকে আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছি।’ মামলার এজাহারে বলা হয়, বাদী ২০১২ সালের ১৬ নভেম্বর মোসা. সুরমা আক্তারকে বিয়ে করেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর কন্যা তাইবার জন্ম হয়। স্ত্রীর অসুস্থ অবস্থায় ২০১৯ সালের ১১ নভেম্বর তাইবা হারিয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করে না পেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরে বাদী চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নিজের মেয়েকে দেখতে পান। এরপর ২০২৩ সালের ৪ মে বিবাদীর কাছে গিয়ে নিজের কন্যাসন্তানকে চিহ্নিত করেন। ২০২৩ সালের ১৮ আগস্ট বিবাদীরা বাদীর কন্যাকে দেবেন না বলে জানিয়ে দেন। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে নিজের কন্যাকে ফেরত দেওয়ার জন্য লিগ্যাল নোটিস দেন তোফাজ্জল হোসেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিতু হালদারকে বিবাদী করে ২৪ মার্চ এ মামলা করেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
অষ্টম কলাম
মিল্টনের আশ্রম থেকে শিশুকন্যাকে ফেরত পেতে আদালতে বাবা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর