শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
ছিনতাই লুটের যত কৌশল

আতঙ্কের নাম বমি পার্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ওরা সাতজন। ঢাকা কিংবা চট্টগ্রাম নগরীর লোকাল বাসে ঘুরে বেড়ায়। টার্গেটের সন্ধান পেলেই চক্রের এক সদস্য করে দেন ‘বমি’। তখন চক্রের অন্য সদস্যরা হয়ে ওঠেন ‘হাতেম তায়ি’! টাগের্টের শরীর থেকে বমি পরিষ্কারের অভিনয় করে লুটে নেন টাকা ও মূল্যবান জিনিসপত্র। অভিন্ন কায়দায় একের পর এক টার্গেটকে নিঃস্ব করে আসছিল এ চক্র। অবশেষ বুধবার রাতে ঢাকা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সিএমপির বন্দর থানা পুলিশ। তারা হলেন মো. আনোয়ার হোসেন সোহাগ (৩৯) ও মো. সাহাব উদ্দিন (৪০)।

সিএমপির বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, ৬ মে দুপুরে নগরীর ১০ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের মাথায় বমি করে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে বন্দর থানা পুলিশ। পরে বিশেষ অভিযানে বমি পার্টির সদস্য আনোয়ার হোসেন সোহাগকে  ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ও নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। সিএমপির বন্দর থানার ওসি মনজুর কাদের বলেন, ‘গ্রেফতার হওয়া বমি চক্রে সাত সদস্য রয়েছেন। তারা চট্টগ্রাম ও ঢাকার লোকাল বাসে ঘুরে বেড়ান টার্গেটের খোঁজে। সুযোগ বুঝেই চক্রের এক সদস্য টার্গেটের শরীরে বমি করে দেন। অন্যরা বমি পরিষ্কারের নামে ছিনিয়ে নেন টাকা ও মূল্যবান জিনিসপত্র।’

সর্বশেষ খবর