কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট চলমান পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে দেশের সব তৈরি পোশাক কারখানা আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। গতকাল পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্বিক বিষয়ে আমাদের নির্বাহী কমিটি ও পোশাক খাতের অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক করবে বিজিএমইএ। পোশাক খাতের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে ওই বৈঠকে। ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজ করছে প্রায় অর্ধলাখ শ্রমিক। এসব শ্রমিকের বেশির ভাগই নারী। কোটাব্যবস্থা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে শ্রমিকদের নিরাপত্তা ও পোশাক কারখানার ক্ষতি রোধে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে কোটাব্যবস্থা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ব্যাপক গুলি, টিয়ার গ্যাস, ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোনো কোনো স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়লে ত্রিমুখী সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ ও টিয়ারগ্যাস এবং সাউন্ড বোমা ব্যবহার করে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব সংঘর্ষে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ ৪৭ জন নিহত হয়েছেন।