বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সংঘাত-সহিংসতা চলছেই

ডাকাতের তৎপরতা বৃদ্ধি, সারা দেশে জামিনে মুক্ত সহস্রাধিক শিক্ষার্থী-রাজনৈতিক কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত তিন দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, সংঘাত, লুটপাট চলছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সেনাবাহিনীর পক্ষ থেকে সহিংসতা পরিহারের আহ্বান জানানো হলেও রাজনৈতিক সংঘাত-সহিংসতা অব্যাহত রয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যক্তিগত শত্রুতা থেকেও হামলার ঘটনা ঘটছে। অনেক স্থানে ডাকাতের তৎপরতা বেড়েছে। ধারাবাহিকভাবে কারাগার ভেঙে কয়েদি পালানোর ঘটনা ঘটছে। হামলার গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কে দিন পার করছে সংখ্যালঘু সম্প্রদায়। এমন পরিস্থিতিতে হিন্দু মন্দির, উপাসনালয় পাহারা দিচ্ছেন মুসলিম ছাত্র-জনতা। সড়কে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং এলাকায় ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকায় ‘ডাকাতি হচ্ছে’ বলে মসজিদে মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা লাঠিসোঁটা হাতে দল বেঁধে রাস্তায় নেমে রাতভর পাহারা দেন। এর মধ্যে নবোদয় হাউজিংয়ের একটি বাড়ি থেকে ২ লাখ টাকা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার একটি বাড়ির মালিক। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ১১ জনকে আটক করে তাদের হাতে তুলে দেয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় ও বুধবার (৭ আগস্ট) সকালে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি ছেড়ে আত্মগোপনে গেলে একদল সুযোগ সন্ধানী এ হামলা চালায় বলে স্থানীয়রা জানান।

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জহিরুল্লাহ (৫০) নামে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মেন্দিপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেফায়েত উল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে নাহারুল ইসলাম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটক ভেঙে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছেন। তাদের হাতে আহত হয়েছেন অন্তত ১৫ জন কারারক্ষী। একই দিনে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে কয়েদিরা কারা ফটক ভেঙে পালানোর চেষ্টা করে। পরে টিয়ার শেল-রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এর আগের দিন মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কারারক্ষীদের জিম্মি করে ২০৯ জন বন্দি পালিয়ে গেছেন। তার আগের দিন সোমবার সকালে বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুর করে সব কয়েদি বের করে নিয়ে যায়।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুরের পর গতকাল তা উপড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুরে একদল লোক রশি বেঁধে টেনে ভাস্কর্যটি ফেলে দেয়। আগের দিন মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়। সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা বলেছেন, গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায়বিচারের প্রতীক হিসেবে গড়ে তোলা ভাস্কর্যটি কে বা কারা ভেঙে ফেলেছে।

এদিকে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের ৭০০ নেতা-কর্মীকে গত মঙ্গলবার ও ৫৮ জনকে গতকাল জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ও নাশকতার ঘটনার মামলায় গ্রেফতার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেন আদালত। ময়মনসিংহে রাজনৈতিক মামলায় বন্দি থাকা বিএনপির ১৮০ জন নেতা-কর্মী গত দুই দিনে জামিনে মুক্তি পেয়েছেন। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ২২ মামলায় গ্রেপ্তারদের মধ্য থেকে বিশেষ আদেশে মঙ্গলবার রাতে ২০০ জনকে জামিনে মুক্ত করে দিয়েছেন আদালত। মঙ্গলবার টাঙ্গাইলের কারাগার থে?কে জা?মি?নে মুক্ত হ?য়ে?ছেন ১৪৬ জন। চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের ১০০ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

সর্বশেষ খবর