মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, ‘রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে কিছু পুলিশ সদস্য জনগণের সঙ্গে খারাপ আচরণ করেছেন। সেজন্য তারা নাগরিকের আস্থা হারিয়েছেন। এখন আস্থা ফেরাতে হলে মুখে বলে নয়, কাজ করে প্রমাণ দিতে হবে। তাহলেই জনগণের মাঝে আস্থা ফিরবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত আলাপে তিনি এ কথা বলেন। আবু আলম মো. শহীদ খান বলেন, পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে। এর মধ্যে কিছু সংস্কার দ্রুত করতে হবে। এ অন্তর্বর্তী সরকারের মধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পেয়েছেন- আলোচনা করে তারা খুব দ্রুত সংস্কার করে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাবেন। তিনি বলেন, সংস্কার এখন খুবই জরুরি। একই সঙ্গে পুলিশ প্রশাসনে যারা নিয়োজিত আছেন তাদের নিজেদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং জনগণের মধ্যে যে অনাস্থা রয়েছে সেটা ফেরাতে সামাজিক বিভিন্ন সংগঠন ও কমিউনিটির সঙ্গে বসতে হবে।
সাবেক এই সচিব বলেন, ‘পুলিশের নেতৃত্বে যারা থাকবেন তাদের মনোভাব পরিবর্তন করাটা খুব জরুরি। পুলিশের কাজ হবে মানুষের সেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা- এরকম মনোভাব নিতে হবে। জনগণ যেন শান্তিতে ঘুমাতে পারে, অবাধে চলাফেরা করতে পারে। যার যে কাজ সে যেন তা করতে পারে। কোনো দুষ্কৃতকারী, সন্ত্রাসী যেন কাজে বাধা না দিতে পারে। এটাই হবে পুলিশের দায়িত্ব। ভবিষ্যতে পুলিশ যেন কোনো রাজনৈতিক হাতিয়ার না হয়।’