এক যুগ ধরে খোঁজ নেই এম. ইলিয়াস আলীর। ইলিয়াস জীবিত আছেন কি না সেই সন্ধানও কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে। সন্ধান চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তানদের নিয়ে ছুটে গিয়েছিলেন ইলিয়াসপত্নী লুনা। আশ্বাস দিয়েও কথা রাখেননি শেখ হাসিনা। ইলিয়াসকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু কোনো কিছুতেই মেলেনি ইলিয়াসের খবর। ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়েছে ইলিয়াসের মা সূর্যবান বিবির। ছোট্ট সাইয়ারা নাওয়াল বাবার অপেক্ষা করতে করতে অনেক বড় হয়ে গেছে। স্বামীর অপেক্ষায় অসংখ্য বিনিদ্র রজনি পার করেছেন তাহসিনা রুশদীর লুনা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রহস্যময় বন্দিশালা ‘আয়নাঘর’ থেকে অনেকে ফেরার খবরে আশায় বুক বেঁধেছিল ইলিয়াস পরিবার। কিন্তু এখনো কোনো সুখবর মেলেনি। ২০১২ সালের ১৭ এপ্রিল যে কান্না শুরু হয়েছিল এক যুগ পরও তা থামেনি। স্ত্রী, দুই ছেলে আর একমাত্র মেয়েকে নিয়ে রাজধানীর বনানীর ‘সিলেট হাউজে’ থাকতেন বিএনপির প্রভাবশালী নেতা এম. ইলিয়াস আলী। আর মায়ের প্রতি টান পড়লেই যখন তখন ছুটতেন গ্রামের বাড়ি, সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘রামধানা’য়।
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলোচনায় আসে সরকারের গোপন বন্দিশালা ‘আয়নাঘর’। আন্দোলনের মুখে গোপন এ নির্যাতনঘর থেকে মুক্তি পান কয়েকজন। তখন ইলিয়াস পরিবারের সঙ্গে সিলেটের দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষও ইলিয়াসকে ফিরে পেতে আশাবাদী হয়ে ওঠেন। অন্যদের মতো ইলিয়াসও ফিরবেন এমন আশায় বুক বাঁধে তার পরিবার। কিন্তু এখনো আশায় আশায় দিন কাটছে তাদের। গুম হওয়া একাধিক ব্যক্তি সম্প্রতি ফিরে আসার খবর জানতে পেরে ইলিয়াস আলীর মমতাময়ী মা সূর্যবান বিবি কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, ‘অনেক নিখোঁজ ব্যক্তি ফিরে আসছেন। পরিবার তাদের ফিরে পেয়েছে। কিন্তু আমার বুকের ধন ইলিয়াসকে এখনো ফিরে পাইনি। আল্লাহর ওপর ভরসা করে আছি। তিনিই আমার ছেলেকে ফিরিয়ে দেবেন।’ ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আজ দীর্ঘ এক যুগ ধরে বাবাকে ফিরে পাওয়ার আশায় প্রতীক্ষার প্রহর গুনছি আমরা। বাবার জন্য প্রতিনিয়ত কান্না করে আমার আদরের ছোট বোনটি। সে কাউকে কিছু বলে না। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও আমাদের নেই। এ বিষয় নিয়ে আমরা পরিবারের কেউ কারও সঙ্গে কিছু বলতেও পারি না। সে শক্তি আমাদের নেই। বাবার সন্ধান না পেয়ে আমরা পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আমরা নিরাশ হইনি। আমরা আশাবাদী, তিনিই বাবাকে ফিরিয়ে দেবেন।’মানববন্ধন : বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।