রাজধানীর দারুস সালামে রইস ব্যাপারী (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনতাই করে নেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই ব্যবসায়ীর ভাতিজা সায়েদ বলেন, আমার চাচা মাংস ব্যবসায়ী। সকালে বাসা থেকে রিকশায় করে গাবতলীর হাটে গরু কেনার জন্য যাচ্ছিলেন। টেকনিক্যাল পাম্প এলাকায় চারজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে ডান পায়ে গুলি করে তার কাছে থাকা ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে থাকা স্মার্টফোনটিও নিয়ে গেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, এক মাংস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে এসেছেন। তাকে এখন জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসেম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হন। কদমতলী থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, মঙ্গলবার রাত ৩টায় কদমতলীতে মেরাজনগর কাঁচা রাস্তার ওপরে ওই ব্যক্তির লাশ পড়ে ছিল। হাসেমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়িতে মালামাল কিনতে যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। জানা গেছে, হাসেম ফরিদপুর সদর উপজেলার পূর্ব নিশান গোপালপুর গ্রামের আকবর মল্লিকের ছেলে। তিনি পূর্ব জুরাইনে থাকতেন।