গাইবান্ধার সাঘাটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আটকরা সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সোহরাব হোসেন আপেল (৩৫), শফিকুল ইসলাম (৪৫), সাহাদত হোসেন পলাশ (৪৫), রিয়াজুল ইসলাম রকি (২৮)। যৌথ বাহিনীর অভিযানে আটকরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক। এর মধ্যে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলাম মারা যান।
গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) ইবনে মিজান। এর আগে ওইদিন ভোরে তাদের আটক করা হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসিফ জানান, সকালে তিনজনকে অসুস্থ অবস্থায় পুলিশ কেসে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) ইবনে মিজান বলেন, রাতে যৌথ বাহিনীর অভিযানে আটক পাঁচজনের মধ্যে দু-জন অসুস্থজনিত কারণে দুপুরে মারা গেছেন।