কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান ঢাকা জেলার ধামরাই থানার বহুল আলোচিত শুকুর আলী হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেন। তাকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।