যশোরের অভয়নগরে মতিয়ার বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার বিশ্বাসের স্ত্রী মিম খাতুন বলেন, হঠাৎ একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীকে ও পাশের বাড়ির হালিম ও মনিরুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মতিয়ার প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা আবার তাকে ধরে মাটিতে ফেলে কোপাতে থাকে। একপর্যায়ে মতিয়ার নিস্তেজ হয়ে গেলে দুর্বৃত্তরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মতিয়ার, প্রতিবেশী আবদুুল হালিম ও মনিরুল ইসলামকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মতিয়ারকে মৃত ঘোষণা করেন। হালিম ও মনিরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।