ইন্দোনেশিয়ায় একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে বলে গতকাল জানিয়েছেন দেশটির স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। পশ্চিম সুমাত্রা প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, ওই খনি ক্ষেত্র থেকে পাওয়া তথ্যমতে ১৫ জন নিহত হয়েছে এবং ২৫ জন এখনো নিখোঁজ। তিনজন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুমাত্রার একটি প্রত্যন্ত এলাকায় ভারী বৃষ্টির কারণে এ ভূমিধস ঘটে। ছোট আকারের এবং অবৈধ খনি হওয়ার ফলে ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এমনকি খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণেও কর্তৃপক্ষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।