ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল খাটো জাতের ফুল ফলে ভরা নারকেল বাগান গড়ে উঠেছে পটুয়াখালী জেলার উত্তাল আগুনমুখার তীরে। পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে বাগানটি গড়ে তুলেছেন কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাসুদ চৌকিদার। দেশের দক্ষিণাঞ্চলে প্রথম ব্যক্তি হিসেবে নিজের পৈতৃক এক একর জমিতে একশটি চারা রোপণ করে বাগান শুরু করলেও ইতোমধ্যে তার এ বাগান থেকে বাণিজ্যিকভাবে নারকেল চারা ও নারকেল বাজারজাত করে পেয়েছেন সফলতা। গত ৮ বছরে তিনি নারকেল চারা বিক্রি করেছেন প্রায় অর্ধকোটি টাকা। আর এই বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার আশপাশের মানুষসহ অন্য উপজেলার মানুষও। বাগানটি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। ফলদ এ গাছ চাষে উদ্বুদ্ধ হয়ে ছোট-বড় বাগানও করেছেন অনেকে। জানা যায়, দক্ষিণাঞ্চলে নারিকেল চাষাবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল খাটো জাতের নারিকেল সিয়াম ব্লু ও সিয়াম গ্রিন-এর ১০০টি নারিকেল চারা মাসুদ চৌকিদারকে দেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস থেকে মাসুদ চৌকিদার ২০১৬ সালে নারিকেল চারা সংগ্রহ করে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে আগুনমুখা নদীর তীরে নিজের এক একর জমিতে প্রথম পর্যায়ে ২৪টি চারা রোপণ করেন। পরে তিন কিস্তিতে ১০০ চারা রোপণ করেন। রোপণের আড়াই বছরের মধ্যেই গাছগুলোতে নারিকেল আসে। মাসুদ চৌকিদারের বাগানে দেখা যায়, উত্তাল আগুনমুখা নদীর তীরে বাড়ির পাশেই বাগানটিতে সারি সারি নারিকেল গাছ। সব গাছেই পরিপূর্ণ ফুল, কড়ি, ডাব ও নারিকেল দেখলে চোখ জুড়িয়ে যায় যে কোনো মানুষের। নদীর পাড়ে বাগানটি হওয়ায় সেচের পরিবর্তে জোয়ার-ভাটার লবণাক্ত পানি আসা-যাওয়া করে বাগানে। বর্তমানে বাগানে প্রতিটি গাছে ১৫০ থেকে ২০০টি ফল আসে। ইতোমধ্যে গাছ থেকে ৭ হাজার ৫০০ চারা পাঁচ শ ও সাত শত টাকা করে ৪৫ লাখ টাকা বিক্রি করে লাভের মুখ দেখেছেন তিনি। মাসুদ চৌকিদার জানান, ‘উপকূলীয় এলাকায় ঝড়ের কবল থেকে গাছ ও ফল রক্ষায় ভিয়েতনামের খাটো জাতের এ নারিকেল গাছ বেছে নেই। দেশীয় জাতের নারিকেল গাছে ফল আসতে আসতে ৭-৮ বছর লাগলেও রোপণের দুই বছরের মধ্যেই ফুল-ফল চলে আসে খাটো জাতের এই নারিকেল গাছে। সর্বোচ্চ তিন বছরের মধ্যে সব গাছেই নারিকেল হয়। সব ধরনের মাটিতেই এ গাছ লাগানো সম্ভব। ওপেন পলিনেটেড জাতের কারণে বীজ থেকেই চারা উৎপাদন করা হয়। বাগানটি শুরু করতে দেড় লাখ টাকা খরচ করলেও এখন প্রতি বছর খরচ হয় মাত্র ৪০ হাজার টাকা। আমি বর্তমানে ৪০ লাখ টাকা লাভবান। গাছ যখন পূর্ণাঙ্গ হয় তখন বছরে এই বাগান থেকে চারা ও নারিকেল বিক্রি করে ৫-৬ লাখ টাকা পাওয়া সম্ভব। বাগানে নারিকেল চাষ করে সফলতা পেয়েছি। আর এসব কারণে গ্রামের অন্যরাও এখন এই নারিকেল চাষে উৎসাহিত হচ্ছে।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
ভিয়েতনামের নারকেল বাগান
সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর