তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এ নির্দেশনা কার্যকর হবে। গতকাল বিকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণবশত পর্যটকগণকে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এদিকে এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, এ নির্দেশনা কেবলমাত্র বান্দরবানে বলবৎ হবে না। অপর দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেটরা পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করবেন।