মেঘের রং কখনো কালো কখনো সাদা। শরতে সাদা মেঘের সঙ্গে মৃদু বাতাসে সবুজের মাঝে দোল খাওয়া কাশফুল যেন প্রকৃতির স্নিগ্ধতা। কাশফুলের সঙ্গে সাদা মেঘের মিতালি আবহমান বাংলার প্রকৃতিকে আলিঙ্গন করে।
নদীর তীরে, বিলের কাছে ও জলাভূমিতে কাশফুলের দেখা মেলে। শরৎ চেনা যায় কাশফুলের অসাধারণ দৃশ্যে। ভোলার চরফ্যাশন কুইন আইল্যান্ড রিসোর্টের পাশে মিলেছে এমন নয়নাভিরাম কাশবন। রিসোর্টের ম্যানেজার মেহেদী হাসান রনি বলেন, কাশবনে কাশফুল দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটক প্রতিনিয়ত ভিড় করছেন। কাশফুল লম্বাটে সাদা তুলোর ভর্তি ডালপালা। সবুজ প্রকৃতি আর নীল আকাশের মাঝে সাদা কাশফুল নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ ভান্ডার। মেঘনা তীরে ধবধবে সাদা কাশফুল হেমন্তে হালকা শীতল ঝিরঝির বাতাসে দোল খেলছে। চরফ্যাশন মেঘনাপাড়ে ভ্রমণপিপাসু পর্যটকরা ছুটে আসছেন সৌন্দর্য উপভোগ করার জন্য। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে আগের মতো কাশফুল দেখা যায় না। হয়তো গ্রামবাংলা থেকে কোনো একসময় কাশফুল বিলুপ্ত হয়ে যাবে।