চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাইন্নার পোল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে আফতাব উদ্দিন তাহসীন (২৭) নামের এক যুবক মারা গেছেন। গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাহসিন চান্দগাঁও থানার হাজিরপুল এলাকার দিলা মিস্ত্রিবাড়ির মো. মুসার ছেলে।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, স্থানীয় বাবলা ও সাজ্জাদ গ্রুপের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।