পাচারের উদ্দেশ্যে স্বর্ণ গলিয়ে বানানো হয়েছে বেল্টের বকলেস। তার ওপর দেওয়া হয়েছে রুপার আবরণ। সেই বেল্ট পরিহিত অবস্থায় গতকাল খুলনা সাচিবুনিয়া মোড়ে গ্রেপ্তার হয় বাবলু ধর (৩৮) ও নয়ন মানিক (২৬) নামে দুই পাচারকারী। গ্রেপ্তাররা ইমাদ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাচ্ছিল।
পুলিশের লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, পাচারকারীরা প্রতিনিয়ত স্বর্ণ পাচারের নতুন কৌশল বের করছে। গোপন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া মোড়ে চেকপোস্টে তল্লাশি করে ওই যাত্রীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে তারা স্বর্ণ পাচারের কথা অস্বীকার করে। পরে হাসপাতালে নিয়ে এক্সরে করানোর কথা বললে তাদের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুজনের কাছ থেকে দুটি স্বর্ণের বকলেস ও একটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।