পুরান ঢাকার চকবাজারের বাসা থেকে এক ব্যবসায়ীর হাত-পা, মুখ বাঁধা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো এ খুনের রহস্য খুঁজে পাননি তদন্তসংশ্লিষ্টরা। নজরুল ইসলাম (৫২) নামে ওই ব্যবসায়ী একটি ওয়ার্কশপ চালাতেন।
তার ছোট ভাই তৌহিদুল ইসলাম তাপস জানান, তার বড় ভাইয়ের লালবাগের আলীনগরে নজরুল ইঞ্জিনিয়ারিং নামে ওয়ার্কশপ রয়েছে। লালবাগের পোস্তা এলাকার একটি সাততলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, আমরা ঘটনার দিন থেকে খুনের রহস্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি। এখনো কাউকে আটক করা যায়নি। তবে এর রহস্য বের করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
বুধবার বাসার নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নজরুলের ভাই তাপস বলেন, গাজীপুরে ব্যবসার মালামাল সন্ত্রাসীরা আটকে রেখেছে বলে সেখানে যাওয়ার কথা বাসার নিরাপত্তাকর্মীদের জানিয়েছিলেন তার ভাই।
নজরুলের ওয়ার্কশপের কর্মীরা জানিয়েছেন, সোমবার রাতে সর্বশেষ ওয়ার্কশপ থেকে বেরিয়েছিলেন তিনি। তবে তার গাজীপুর যাওয়ার বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।