গত কয়েক মাস ধরে বাড়িছাড়া বৃদ্ধ হোসেন মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগম। ছেলে মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বসতঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। ছেলে রাশেদ মিয়া আর তার স্ত্রীর দখলে এখন ওই ঘরবাড়ি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে ঘটে এ ঘটনা।
গত ১৭ অক্টোবর পুলিশ সুপারের কাছে বাড়িতে ফিরতে লিখিত আবেদন করেন রাশেদের বৃদ্ধা মা আয়েশা বেগম। ওই আবেদনে এলাকার উচ্ছৃঙ্খল লোকদের নিয়ে অত্যাচার-নির্যাতন করার অভিযোগ করা হয় ছেলে রাশেদের বিরুদ্ধে। এর আগে ছেলের বিরুদ্ধে আয়েশা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় ৩০ সেপ্টেম্বর রাশেদ জেলে যান। ওই দিনই রাশেদের স্ত্রীর ভাই পার্শ্ববর্তী ঘাটিয়ারা গ্রামের রায়হান মোল্লা লোকজন নিয়ে এসে বৃদ্ধ আয়েশা বেগম ও তার স্বামী হোসেন মিয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর তালা দিয়ে দেন বসতঘরে।
গত বৃহস্পতিবার কোড্ডা গ্রামে গিয়ে হোসেন মিয়ার বসতঘর তালাবদ্ধ দেখা গেছে। বাড়িতে রাশেদের স্ত্রী রোকসানা রয়েছেন। এ ঘটনায় সেখানকার সর্দার-মাতবররা রাশেদের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, বৃদ্ধ বাবা-মাকে বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কোনো ঘটনা ঘটে থাকলে তা আমাদের অবহিত করতে হবে। বিষয়টি খোঁজ নিয়ে পরে ব্যবস্থা নেব।