রাজবাড়ীর পাংশায় পুলিশকে গুলি করে পালিয়েছেন হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সজীব (২৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সজীব স্থানীয় শফি শেখের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে বিলপাড়ায় যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ সদস্য। এ সময় একটি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে ধরতে অভিযান চালান তারা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যান সজীব। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমি তো ঘটনাস্থলে ছিলাম না। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। কেউ বলছে গুলি করে পালিয়েছেন, কেউ বলছে পটকা জাতীয় কিছু মেরেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ তবে অভিযানে যাওয়া পাংশা থানার এসআই শাহরিয়ার এ বিষয়ে কথা বলতে রাজি হননি।