কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ। এ সড়ক ধরে যেতেই দুই পাশে চোখে পড়ে বিস্তীর্ণ তরমুজের খেত। ৪-৫ বছর ধরে এ দৃশ্য চোখে পড়ে শীত মৌসুমের শুরুতেই। বলা যায় আগাম চাষ। তাই দামও বেশি পান প্রান্তিক কৃষকরা। খেত থেকে নিয়ে মেরিন ড্রাইভে নির্দিষ্ট স্থানে বসে পড়লেই মিলছে ক্রেতা। এ সময়ে শত শত পর্যটক এই রোড দিয়ে চলাচল করেন। পর্যটকরা হাত বাড়ালেই নিতে পারছেন তরমুজের স্বাদ। শুধু মেরিন ড্রাইভ নয়, দ্বীপ উপজেলা কুতুবদিয়াতেও কয়েক বছর ধরে আগাম তরমুজ, খিরা ও বাঙ্গির ফলন হচ্ছে। তবে দাম সাধারণের নাগালের বাইরে। প্রতি কেজি তরমুজের দাম পড়ছে ১০০ থেকে ১২০ টাকা। স্বাদে অতুলনীয় বলে বাজারে এই তরমুজের চাহিদাও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে চট্টগ্রাম ও ঢাকায় তরমুজ যাচ্ছে। ভালো মুনাফা পাচ্ছেন কৃষকরা। তরমুজ গরমের ফল হিসেবে বেশ জনপ্রিয়। এপ্রিল-মে মাসে এ ফলের উৎপাদন বেশি হয়। কিন্তু ৪-৫ বছর ধরে টেকনাফ ও উখিয়ায় সাগরতীরবর্তী এলাকায় তরমুজ চাষের ব্যাপকতা বেড়েছে। কৃষি অধিদপ্তরের হিসাব মতে, উখিয়া ও টেকনাফে ৪০০ একর জমিতে তরমুজের চাষ হয়েছে। ৬ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৭০০ টাকায়। ২ থেকে ৩ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর ও সন্দ্বীপিপাড়া গ্রামের প্রায় ৪০ হেক্টর জমিতে তরমুজ, বাঙ্গি ও খিরার চাষ হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমিতে তরমুজ, ১৩ হেক্টর জমিতে বাঙ্গি ও ৮-৯ হেক্টর জমিতে খিরা খেত করা হয়েছে। চট্টগ্রাম থেকে কুতুবদিয়া বেড়াতে আসার জিশান বলেন, তরমুজ খুুবই মিষ্টি। কিন্তু দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুল জানান, এবার তরমুজের তুলনায় বাঙ্গির ফলন ভালো হয়েছে। কিছু কিছু খেত থেকে আগাম তরমুজ ও বাঙ্গি বিক্রি হচ্ছে। চাহিদা থাকায় গেল বছরের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। টেকনাফের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘আগাম তরমুজ চাষ বাড়ানোর জন্য চাষিদের সরেজমিন পরামর্শ দিই। প্রতিনিয়ত রোগবালাই ও পরিচর্যার খবর নিই।’ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, কুতুবদিয়া ৪০ হেক্টর জমিতে তরমুজ, বাঙ্গি, খিরা ও শসা খেত হয়েছে। এসব খেত করার জন্য ১৭ জন কিৃষানিকে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। সার ও উন্নত জাতের বীজ সরবরাহ করা হয়েছে।
শিরোনাম
- সবুজ দর্শন চর্চায় চবিতে আত্মপ্রকাশ করলো 'আওয়ার গ্রিন ক্যাম্পাস'
- ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের মানববন্ধন
- ‘ফাহমিদা নবীর ডায়েরি’ আসছে এবারের বইমেলায়
- নির্ঝরের কথা-সুরে বাপ্পার গান
- ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে রেলওয়ের সতর্ক বার্তা
- বাগেরহাটে পুনাকের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- চট্টগ্রামে বছরের ব্যবধানে সরিষা চাষ বেড়েছে দ্বিগুণ
- চাঁপাইনবাবগঞ্জের বড় শত্রু ভারত : শিল্পকলা একাডেমির মহাপরিচালক
- চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার
- ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছে দুদক
- চট্টগ্রামে তিন অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৪
- টেস্ট ক্রিকেটে রানের জোয়ার বইয়ে বর্ষসেরা উদীয়মান কামিন্দু
- সাইফের উপর হামলায় নতুন মোড়: ছুরি নয়, অন্য অস্ত্র!
- শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগে মিলল ৯৫ ফোন
- রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভোলকান ক্লাব
- টানা তৃতীয়বার বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ
- সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
- চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন : পররাষ্ট্র উপদেষ্টা
- মানবপাচার রোধে পাকিস্তানের কঠোর পদক্ষেপ: বিমানবন্দরে বাড়তি নজরদারি
- সিলেটকে হারিয়ে প্লে অফে বরিশাল
প্রকাশ:
০০:০০, সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০০:১৫, সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
আগাম তরমুজের স্বাদ নিচ্ছেন পর্যটকরা
হাসানুর রশীদ, কক্সবাজার
এই বিভাগের আরও খবর