কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ। এ সড়ক ধরে যেতেই দুই পাশে চোখে পড়ে বিস্তীর্ণ তরমুজের খেত। ৪-৫ বছর ধরে এ দৃশ্য চোখে পড়ে শীত মৌসুমের শুরুতেই। বলা যায় আগাম চাষ। তাই দামও বেশি পান প্রান্তিক কৃষকরা। খেত থেকে নিয়ে মেরিন ড্রাইভে নির্দিষ্ট স্থানে বসে পড়লেই মিলছে ক্রেতা। এ সময়ে শত শত পর্যটক এই রোড দিয়ে চলাচল করেন। পর্যটকরা হাত বাড়ালেই নিতে পারছেন তরমুজের স্বাদ। শুধু মেরিন ড্রাইভ নয়, দ্বীপ উপজেলা কুতুবদিয়াতেও কয়েক বছর ধরে আগাম তরমুজ, খিরা ও বাঙ্গির ফলন হচ্ছে। তবে দাম সাধারণের নাগালের বাইরে। প্রতি কেজি তরমুজের দাম পড়ছে ১০০ থেকে ১২০ টাকা। স্বাদে অতুলনীয় বলে বাজারে এই তরমুজের চাহিদাও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে চট্টগ্রাম ও ঢাকায় তরমুজ যাচ্ছে। ভালো মুনাফা পাচ্ছেন কৃষকরা। তরমুজ গরমের ফল হিসেবে বেশ জনপ্রিয়। এপ্রিল-মে মাসে এ ফলের উৎপাদন বেশি হয়। কিন্তু ৪-৫ বছর ধরে টেকনাফ ও উখিয়ায় সাগরতীরবর্তী এলাকায় তরমুজ চাষের ব্যাপকতা বেড়েছে। কৃষি অধিদপ্তরের হিসাব মতে, উখিয়া ও টেকনাফে ৪০০ একর জমিতে তরমুজের চাষ হয়েছে। ৬ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৭০০ টাকায়। ২ থেকে ৩ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর ও সন্দ্বীপিপাড়া গ্রামের প্রায় ৪০ হেক্টর জমিতে তরমুজ, বাঙ্গি ও খিরার চাষ হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমিতে তরমুজ, ১৩ হেক্টর জমিতে বাঙ্গি ও ৮-৯ হেক্টর জমিতে খিরা খেত করা হয়েছে। চট্টগ্রাম থেকে কুতুবদিয়া বেড়াতে আসার জিশান বলেন, তরমুজ খুুবই মিষ্টি। কিন্তু দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুল জানান, এবার তরমুজের তুলনায় বাঙ্গির ফলন ভালো হয়েছে। কিছু কিছু খেত থেকে আগাম তরমুজ ও বাঙ্গি বিক্রি হচ্ছে। চাহিদা থাকায় গেল বছরের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। টেকনাফের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘আগাম তরমুজ চাষ বাড়ানোর জন্য চাষিদের সরেজমিন পরামর্শ দিই। প্রতিনিয়ত রোগবালাই ও পরিচর্যার খবর নিই।’ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, কুতুবদিয়া ৪০ হেক্টর জমিতে তরমুজ, বাঙ্গি, খিরা ও শসা খেত হয়েছে। এসব খেত করার জন্য ১৭ জন কিৃষানিকে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। সার ও উন্নত জাতের বীজ সরবরাহ করা হয়েছে।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
প্রকাশ:
০০:০০, সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০০:১৫, সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
আগাম তরমুজের স্বাদ নিচ্ছেন পর্যটকরা
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর