যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা তার মহাকাশযাত্রার অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনার গল্প তরুণদের জানান। গতকাল রাজধানীর বিসিসি অডিটোরিয়াম আগারগাঁওয়ে মহাকাশবিজ্ঞান, রোবোটিকস এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে মহান বিজয় দিবসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে মহাকাশযাত্রার বিভিন্ন গল্প শোনেন তরুণরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইকোনমিক ইউনিট প্রধান জেমস গার্ডনার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব।
আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব ইশরাত হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। মহাকাশ শিক্ষায় বাংলাদেশকে মার্কিন মহাকাশ সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা বলেন, ‘আমি মার্কিন দূতাবাসের সহায়তায় আমার অভিজ্ঞতা এবং সরকারের আগ্রহে বাংলাদেশে মহাকাশ গবেষণা ও নভোচারী হওয়ার স্বপ্নপূরণের বাস্তব শিক্ষা নিয়ে কাজ করব। তিনি বলেন, গভীর অনুরাগ ও ক্রেজিনেস থাকলে বিজয় হবেই, সফলতা আসবেই। অনুষ্ঠান শেষে জুলাই ৩৬ এ শিক্ষার্থীদের বহন করা বাংলাদেশের একটি পতাকা জেমস এম আকাবার হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে এই বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠানটি নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করবে বলে আশা করছে বেসিস।