জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে তিন দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ধরে চালিয়ে যাচ্ছেন গণ আমরণ অনশন কর্মসূচি। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। গতকাল সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ৮টা থেকে তিন দফা দাবিতে এ গণ অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গণ অনশনে অংশ নেওয়া শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও দ্বিতীয় ক্যাম্পাসের তিন দফা দাবির সংগঠক কে এম রাকিব এবং হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় অনশন চালিয়ে যাচ্ছেন তারা। এ ছাড়া আরও একাধিক শিক্ষার্থীর শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। এ ছাড়া গণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাশে থাকার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক নেতারা শিক্ষার্থীদের দুপুরে খাওয়ার আহ্বান জানান। তবে শিক্ষকদের এ আহ্বান প্রত্যাহার করেছেন অনশনকারীরা। পাশাপাশি শিক্ষার্থীদের গণ অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র আন্দোলনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী। গণ অনশন কর্মসূচির বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, তোমরা আমাদের সন্তান। তোমাদের এভাবে অনশনে রেখে আমরা শিক্ষক সমিতি বসে থাকতে পারি না। আমরা তোমাদের সব দাবির সঙ্গে একমত। তোমরা যাই কর্মসূচি দাও আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু আমরা চাই এখন তোমরা আমাদের শিক্ষক সমিতির সঙ্গে খাবার খাও। আমরা প্রশাসন থেকে আসিনি। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা তোমাদের সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে যাব। কবে কাজ হবে সেটি প্রশ্ন করব। শিক্ষার্থীরা বলেন, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর না করা পর্যন্ত আমাদের অনশন চলবে। আমাদের কোনো আবাসন সুবিধা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্থায়ীভাবে আমাদের আবাসন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এর কোনো অগ্রগতি নেই। শিক্ষার্থীরা আরও বলেন, দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চিঠি চালাচালি, টালবাহানা অনেক কিছু হয়েছে। এবার সেনাবাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ দিতেই হবে। প্রয়োজন হলে জীবন দেব, তার পরও ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার আদায় করব।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
তিন দফা দাবিতে অনড় জবি শিক্ষার্থীরা
দাবি আদায় না হলে চলবে অনশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর