‘দি অনলি অপশন ইজ রেড টেরর’-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর এ ফেসবুক স্ট্যাটাসের পর পরই বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে তারা ছাত্র ইউনিয়নের এ নেতাকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন।
শুক্রবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে মেঘমল্লারকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার। সংক্ষিপ্ত সমাবেশে মাহিন সরকার বলেন, ‘আমরা যখন ক্যাম্পাসে এসেছি সন্ত্রাসীরা একমাত্র এসব বামকে জায়গা করে দিয়েছে। জুলাইয়ের মতো একটি বিপ্লবের পর এখনো দেখছি তারা আওয়ামী ন্যারেটিভ শক্তিশালী করতে চায়। আমরা দেখি উদ্যানের গেট বন্ধের পর কারা মব করেছে। কারা প্রক্টরের সঙ্গে বাজে ব্যবহার করেছে। এদের অতিদ্রুত সময়ের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এদের গ্রেপ্তার করতে হবে।’ এর আগে শুক্রবার রাতে ‘লাল সন্ত্রাসই একমাত্র উপায়’ বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন মেঘমল্লার বসু, যেখানে তিনি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত দেন।