তৈরি পোশাক রপ্তানি করে ২০২৪ সালে ৩ হাজার ৮৪৮ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। বরাবরের মতো গত বছর ইউরোপীয় ইউনিয়ন শীর্ষে ছিল। মোট রপ্তানি আয়ের ৫০ দশমিক ৩৪ শতাংশ বা ১ হাজার ৯৩৭ কোটি ডলার আয় এসেছে ইউরোপ থেকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭২০ কোটি ডলারের পোশাক, যা মোট রপ্তানি আয়ের ১৮ দশমিক ৭২ শতাংশ। অপরদিকে যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪৩০ কোটি ডলারের পোশাক, যা মোট রপ্তানি আয়ের ১১ দশমিক ২৫ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জার্মানিতে রপ্তানি হয়েছে ৪৮৩ কোটি ডলারের পোশাক। এ ছাড়া স্পেনে ৩৪২ কোটি ডলার এবং ফ্রান্সে ২১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। একইভাবে কানাডায় রপ্তানি হয়েছে ১২৪ কোটি ডলারের পোশাক, যার বাজারের ৩ দশমিক ২৩ শতাংশ। জাপান, অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে অপ্রচলিত বাজারেও। এসব দেশ থেকে রপ্তানি আয় এসেছে
৬৩৩ কোটি ডলার, যা মোট রপ্তানির ১৬ দশমিক ৪৬ শতাংশ। অপ্রচলিত বাজারে রপ্তানির শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১১২ কোটি ডলার। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ৮৩ কোটি ১০ লাখ ডলার, ভারতে ৬০ কোটি ৬ লাখ ডলার, তুর্কিকে ৪২ কোটি ৬০ লাখ এবং রাশিয়ায় রপ্তানি হয়েছে ৩৪ কোটি ৩০ লাখ ডলারের পোশাক। এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি শুধু বাংলাদেশকে বিশ্বব্যাপী প্রসারিতই করে না, তৈরি পোশাক খাতের স্থিতিশীলতাও প্রমাণ করে।