দিনভর বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। গতকাল প্রথমে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে পুলিশ সরিয়ে দিলে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মার্চের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু বলেন, ‘প্রবাসীকল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদের পর্যায়ক্রমে মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদের এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদের বলেছেন উনাদের ওপর বিশ্বাস রাখার জন্য।’ এর আগে সকালে চার দফা দাবি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা। বেলা ১১টার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন, পরে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, সরকার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে চলে যাবেন। না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি মার্চ-এপ্রিলে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে আশ্বস্ত করেন। কিন্তু তাঁর আশ্বাসেও সড়ক ছাড়েননি বিক্ষোভকারীরা। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেন। আইন উপদেষ্টার আশ্বাসে তারা রাস্তা ছাড়েন। কর্মসূচি স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা আরেকটি ঘোষণা দিয়ে যান। যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন।
শিরোনাম
- ৮৫ নাট্যদল নিয়ে নাট্যোৎসব শুরু শনিবার
- কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত
- মার্ভেলের নতুন অ্যাভেঞ্জার শাহরুখ? যা বললেন ক্যাপ্টেন আমেরিকা!
- বেথেলের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ স্কোয়াডে ব্যান্টন
- রাজধানীতে স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী
- দলের ঐক্য নিয়ে যা বললেন আফ্রিদি
- দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু
- ট্রাকের ধাক্কায় দুই যাত্রীর প্রাণহানি
- স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর দুই মেয়েকে হত্যা করে পিতার আত্মহত্যা
- গোপালগঞ্জে প্রথম জাতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
- অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস
- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশেষ ‘বার্তা’ দিলেন বুমরাহ
- সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু শনিবার : আদিলুর রহমান
- পঞ্চগড়ে প্রেম ও প্রকৃতির গানে বসন্ত উৎসব উদযাপন
- সাদামাটা ঘরটিও যেভাবে হয়ে উঠবে জমকালো
- চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ
- কোষ্ঠকাঠিন্য পরিত্রাণে প্রাকৃতিক চিকিৎসায় মিলবে সমাধান
- কোটালীপাড়ায় ২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে ইয়ুথ ক্যারিয়ার কর্মশালা
- হাভার্টজ ছিটকে যাওয়ায় আর্সেনাল শিবিরে বড় ধাক্কা
- বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে শিশু নিহত