দিনভর বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। গতকাল প্রথমে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে পুলিশ সরিয়ে দিলে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মার্চের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু বলেন, ‘প্রবাসীকল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদের পর্যায়ক্রমে মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদের এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদের বলেছেন উনাদের ওপর বিশ্বাস রাখার জন্য।’ এর আগে সকালে চার দফা দাবি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা। বেলা ১১টার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন, পরে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, সরকার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে চলে যাবেন। না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি মার্চ-এপ্রিলে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে আশ্বস্ত করেন। কিন্তু তাঁর আশ্বাসেও সড়ক ছাড়েননি বিক্ষোভকারীরা। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেন। আইন উপদেষ্টার আশ্বাসে তারা রাস্তা ছাড়েন। কর্মসূচি স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা আরেকটি ঘোষণা দিয়ে যান। যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
দিনভর বিক্ষোভ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের
সড়ক অবরোধ উপদেষ্টার আশ্বাসে স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর