দিনভর বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। গতকাল প্রথমে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে পুলিশ সরিয়ে দিলে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মার্চের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু বলেন, ‘প্রবাসীকল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদের পর্যায়ক্রমে মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদের এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদের বলেছেন উনাদের ওপর বিশ্বাস রাখার জন্য।’ এর আগে সকালে চার দফা দাবি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা। বেলা ১১টার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন, পরে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, সরকার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে চলে যাবেন। না হলে আন্দোলন চালিয়ে যাবেন। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি মার্চ-এপ্রিলে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে আশ্বস্ত করেন। কিন্তু তাঁর আশ্বাসেও সড়ক ছাড়েননি বিক্ষোভকারীরা। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেন। আইন উপদেষ্টার আশ্বাসে তারা রাস্তা ছাড়েন। কর্মসূচি স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা আরেকটি ঘোষণা দিয়ে যান। যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার