সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়জন সংবাদকর্মী।
শরীয়তপুর কোর্ট এলাকায় গতকাল দৈনিক সমকাল, নিউজ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির ওপর এক পক্ষ হামলা চালায়। এ সময় সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত রবিবার সদর হাসপাতাল এলাকায় দৈনিক জনতার জেলা প্রতিনিধি জামাল শেখ ও সাংবাদিক ইব্রাহিম মোল্লার ওপর হামলা চালান সোহাগ খান সুজন, বাংলা টিভির নয়ন দাস, চ্যানেল২৪ এর বিধান মজুমদার, দেশ টিভির আকাশ ও তার সমর্থকরা। সোহাগ খান সুজন বলেন, ‘খবর প্রকাশের জেরে আমার ওপর ক্ষুব্ধ ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। সোমবার (গতকাল) অফিসে যাওয়ার পথে নুরুজ্জামান শেখ ও বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এর বিচার দাবি করছি।’ দৈনিক জনতার প্রতিনিধি জামাল শেখ বলেন, রবিবার সমকাল জেলা প্রতিনিধি ও তার লোকজন আমার ওপর হামলা চালায়। এর বিচার চাই।