গত দুই বছরে শেষ হয়নি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ খালপাড় সড়কের নির্মাণকাজ। যার কারণে নাজেহাল হচ্ছে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যানবাহন, যাত্রীসহ এলাকাবাসী। পিচ ঢালাই না দেওয়ায় যানবাহন চললেই ধুলোয় ভরে যায় সড়কটি। আশপাশের সব বাসভবন ইটের খোয়ার ধুলোয় লাল হয়ে আছে। সড়কটি পিচ ঢালাই দিয়ে চলাচল উপযোগী করলে নগরীর গুরুত্বপূর্ন বিএম কলেজ সড়কসহ নতুন বাজার এলাকায় যানজটের সৃষ্টি হতো না। সিটি করপোরেশন বলছে কোনো টেন্ডার ছাড়াই অজ্ঞাত এক ঠিকাদার নগরীর নথুল্লাবাদ ব্রিজের পাশ থেকে মড়কখোলা ব্রিজ পর্যন্ত খালপাড় সড়কের কাজ শুরু করে আর শেষ করেননি। এখন বরাদ্দ পেলে কাজটি শেষ করা হবে। থ্রি-হুইলার চালক শহীদুল ইসলাম বলেন, দুই বছর আগে সড়কটি নির্মাণকাজ শুরু করা হয়। রাস্তায় খোয়া ফেলে রোলার দিয়ে পিষে আর কোনো কাজ হয়নি। বিভিন্ন যানবাহন চলাচল করায় খোয়া ভেঙে গুঁড়িগুঁড়ি হয়ে ধুলার সৃষ্টি করছে। তাই এ সড়ক দিয়ে চলাচল করা যায় না। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, কোনো যানবাহন গেলেই ধুলায় ভরে যায়। তাই মাস্ক না পরে কোনোভাবে চলাচল করা যায় না। বর্তমানে কোনো জনপ্রতিনিধি না থাকায় কারও কাছে কিছু বলতে পারি না। সড়কের পাশের দোকানি মো. ইমন বলেন, ধুলায় ঢেকে যায় দোকানের মালামাল। তাই বেচাকেনা কমে গেছে। ধুলা থেকে রক্ষায় সকাল ও বিকালে দুই দফা সড়কে পানি ছিটানো হয়। এর পরও কোনো কাজ হয় না। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় অজ্ঞাত এক ঠিকাদার মৌখিক আদেশে সড়কটি নির্মাণে কাজ শুরু করে। কোনো টেন্ডার ছাড়া কাজ শুরু করায় মেয়র চলে যাওয়ায় আর শেষ করেনি। বর্তমানে সিটি করপোরেশনে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে নির্মাণকাজ শেষ করা হবে।
শিরোনাম
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
ভাঙা সড়কে নাজেহাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর