সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ১৩ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের আপিল মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে হাই কোর্টের দেওয়া সাজার রায় বাতিল করেছেন আপিল বিভাগ। গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। রায়ে আমানের স্ত্রীর তিন বছরের সাজাও বাতিল করা হয়েছে। এর আগে শুনানি শেষে রায়ের জন্য ৩০ এপ্রিল দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আলোচিত ‘ওয়ান-ইলেভেন’-এর সময় ২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালের ৩০ মে সেই রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি শেষে তাদের দণ্ড বহাল রেখে রায় দেন হাই কোর্ট। রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। গত বছরের ৭ আগস্ট সেই রায় প্রকাশ হয়। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ-১ এর বিচারক আবুল কাশেম। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। একই সঙ্গে জামিন আবেদনও করেন। তবে আপিল বিভাগ ৪ ডিসেম্বর তাকে জামিন না দিয়ে লিভ টু আপিলের শুনানি করতে বলেন। সে অনুসারে শুনানি শেষে ১৪ জানুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করা হয়। এ অবস্থায় ফের তিনি জামিন চেয়ে আবেদন করেন। পরে গত বছরের ২০ মার্চ আমানকে জামিন দেন আপিল বিভাগ। উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
শিরোনাম
- ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
- জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ
- বরিশালে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ১৬ বছর বয়সীদের ভোটার বানাবে যুক্তরাজ্য
- গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে
- আওয়ামী লীগ ও নৌকা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র হচ্ছে : রাশেদ প্রধান
- পাহাড়ে প্রার্থনায় শ্রদ্ধা জানানো হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের
- চিরিরবন্দরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
- আওয়ামী লীগ আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি
- দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৯৬
- গোপালগঞ্জে কারফিউ অব্যাহত থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- পাথরঘাটায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- সকল রাজনৈতিক শক্তির ঐক্য অপরিহার্য: এ্যানি
- প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন শারমিন আহমদ ও সোহেল তাজ
- মেহেরপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫
আপডেট:
০২:২৩, বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫
আমান দম্পতির সাজা বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর