বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাটের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, দুই এসআই বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি গভীর রাতে কলাবাগান থানার ওসির চাঁদাবাজি, অর্থ আদায়, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগের সঠিক তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন আবদুল ওয়াদুদ নামে এক ব্যক্তি। তার অভিযোগ আমলে নিয়ে প্রথমে ওসিসহ দুই এসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ডিএমপির সদর দপ্তরের সিদ্ধান্তে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে গতকাল জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।