অস্থির হয়ে উঠছে একের পর এক বিশ্ববিদ্যালয়। ছাত্র আন্দোলনে অচলাবস্থা বিরাজ করছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে। প্রবল আন্দোলনের মুখে এরই মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদ ছাড়তে হয়েছে। আরও কয়েকটিতে আন্দোলন চলমান। টালমাটাল পরিস্থিতি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রমে ঘটছে ছন্দপতন, বাড়ছে সেশনজটের শঙ্কা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের অপসারণ দাবিতে গতকাল সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল এ বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের বাসভবনের সামনে ‘মৃত’ প্রশাসনের প্রতীকী কফিন নিয়ে অবস্থান করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগে আলটিমেটাম দিয়ে আন্দোলনরতরা বলেছেন, বুধবার (আজ) দুপুর ১২টার মধ্যে পদত্যাগ না করলে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেবেন তারা। ছাত্রছাত্রীদের অভিযোগ, ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা নিয়ে উপাচার্যের কাছে ২২ দফা দাবি দেওয়া হয়। কিন্তু কোনো দাবি বাস্তবায়ন করেননি। জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থীদের অন্যতম শাহরিয়ার শানকে ছাত্রলীগ দরজা ভেঙে নিয়ে যায়। সে ঘটনায় প্রশাসন কোনো মামলা করেনি। উপরন্তু যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা করেছেন উপাচার্য। তিনি ‘ফ্যাসিস্টের দোসরদের’ পুনর্বাসন করছেন বলে অভিযোগ আন্দোলনরতদের। এদিকে বিশ্ববিদ্যালয়টিতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। আর তাঁদের একটি পক্ষ এ আন্দোলনেও রসদ জোগাচ্ছেন!
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল এ বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে শিক্ষার পরিবেশে ঘটেছে ছন্দপতন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে প্রকাশিত সরকারি গেজেট প্রত্যাখ্যান করে নতুন নামকরণের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ দাবি আদায়ে শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে বিভিন্ন কর্মসূচিও পালন করেন। গত ২৪ ফেব্রুয়ারি তারা রেলপথ অবরোধ করেন। সেদিন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি তিন সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষার্থীদের। কিন্তু দাবি আদায়ে কোনো নির্দেশনা না পেয়ে ছাত্রছাত্রীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দিলে বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়ে।
শহীদ আবু সাঈদ হত্যার বিচার ও জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অস্থির হতে শুরু করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনে যারা সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তাদের অনেককে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে, এমন অভিযোগ তাদের। সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্ররা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদ হত্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। কয়েকজনকে আসামি করা হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
আড়াই মাস পর কয়েক দিন আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলে দেওয়া হলেও এ বিশ্ববিদ্যালয়ে স্বস্তি ফেরেনি এখনো। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। দীর্ঘ সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশনজটের শঙ্কায় রয়েছেন ছাত্রছাত্রীরা। তারা দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, সব ডিন ও বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে থেমে থেমে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা।
গতকাল তারা দাবি আদায়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন, ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা সব বিশ্ববিদ্যালয়ের দিকেই খেয়াল রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একেক বিশ্ববিদ্যালয়ের জন্য একেক রকম সুপারিশ করছি মন্ত্রণালয়ের কাছে।’ তিনি বলেন, ‘আগে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়টিও প্রকাশ করার সুযোগ পেত না। সে হিসেবে তাদের দাবি আদায়ের আন্দোলন ইতিবাচকভাবে দেখছি।’ আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা এ শিক্ষাবিদের।