টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মিজৌরি, কেন্টাকি এবং ভার্জিনিয়া স্টেটে অন্তত ২৭ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষতির তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রলয়ঙ্করী তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে বিশাল জনগোষ্ঠীর ঘরবাড়ি। মাটিতে মিশে গেছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। গাছপালাও রেহাই পায়নি টর্নেডোর ছোবল থেকে।
শনিবার সেন্ট লুইসের মেয়র কারা স্পেনসার টর্নেডোতে লন্ডভন্ড জনপদে এক সংবাদ সম্মেলনে জানান, এ সিটির ইতিহাসে সবচেয়ে ভয়ংকর এই টর্নেডোর আঘাতে মানুষ বিপর্যস্ত। কেন্টাকির স্টেট গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, এযাবৎ ১৮ জনের প্রাণহানির সংবাদ পেয়েছি। অনেক এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তিনি বলেন, কোনো কোনো এলাকা দেখলে মনেই হয় না যে সেখানে কখনো মানুষের বসতি ছিল। এ এক দুঃস্বপ্নের মতো। উল্লেখ্য, মিজৌরি, কেন্টাকি এবং ভার্জিনিয়া স্টেট ও তার আশপাশে এক সপ্তাহ আগেও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছিল। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে একের পর এক ক্ষতির ভিকটিম এসব জনপদের মানুষ অন্যত্র সরে পড়ার কথা ভাবছে। এই বৈরী আবহাওয়ার জন্য দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ধাক্কা হিসেবে।