কক্সবাজারের ইনানী সৈকতে গতকাল সন্ধ্যায় ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি ডলফিন। পাথরে আটকে পড়া ডলফিনটি দুই ঘণ্টা পর সাগরে ছেড়ে দেওয়া হয়েছে।
বিচ কর্মী মোহাম্মদ বেলাল বলেন, ‘আটকে পড়া ৫০ কেজি ওজনের ডলফিনটিকে নিয়ে পর্যটকরা ছবি তুলে এবং টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওটাকে উদ্ধার করি। বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। তারপর বন বিভাগকে খবর দেওয়া হয়।’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘ডলফিনটির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা যায়। এটির দৈর্ঘ্য ১০ ফুটের মতো হবে।’
বন বিভাগসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮টার পর সাগরের গভীর পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।’