ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাবের তাড়নায় পোকা মারার ওষুধ খেয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা খাতুন (২০)। আল আমিন কুড়েরপাড় এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা নোয়াগাঁও গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। এ দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। জানা গেছে, রবিবার রাতে একসঙ্গে পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আল আমিন ও জরিনা। রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগেই মারা যান জরিনা। আর রাত ১টার দিকে মৃত্যু হয় আল আমিনের। জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটনের কারণে সংসারে টানাপোড়েন লেগেই ছিল। কয়েক দিন আগে আল আমিন কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেন। এ থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকে তারা আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর লাশ মর্গে রাখা হয়েছে।