নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে ১৭ মে মামলার আবেদন করেন জাপার কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নাজমিন সুলতানা তুলি। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ২৬ মে দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী এ ডি এম জোবায়ের বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের ঘটনায় জি এম কাদেরসহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে আমরা চাঁদাবাজির মামলা করেছি। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’ মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বিগত আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী ও পুলিশ প্রশাসনের সাবেক কর্মকর্তা। তাঁরা দুর্নীতিবাজ ও জাতীয় পার্টির বিভিন্ন দায়িত্বশীল জায়গায় থেকে পদ ও মনোনয়ন বাণিজ্যের মতো অপরাধে লিপ্ত। ১ থেকে ৬ নম্বর আসামি বাদীর ওপর নানাভাবে নির্যাতনের জন্য হুকুমদাতা এবং বাকিরা মাঠ পর্যায়ে হুকুম বাস্তবায়ন করেন। অভিযোগে বাদী আরও উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এলে আসামিদের দুর্নীতি, মনোনয়ন বাণিজ্যের মতো নানান অনিয়ম, স্বেচ্ছাচারিতা তাঁর সামনে প্রকাশ পায়। ১ নম্বর আসামির প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা ২০২৪ সালের ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন এবং বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ দেন।