অনেক দিন পর দেশের শেয়ারবাজারে দাম বেড়েছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৮২ পয়েন্ট বেড়ে গেছে। আর লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এতে ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি ব্যাংকের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৫টির শেয়ার দাম বেড়েছে। আর একটির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে। সব খাত মিলে ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ৫৭৩ কোটি ৪৬ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫০৬ কোটি ১৮ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ৩৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকার। ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেন হয়েছে ৪ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২১ কোটি ৪৫ লাখ টাকা।