‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ উল্লেখ করে এবার এক ভারতীয় দম্পতিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। নাবালক পুত্রসহ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ওই দম্পতিকে সম্প্রতি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ওই দম্পতিকে ফেরত আনার প্রক্রিয়াও শুরু করেছে।
বীরভূমের ওই দম্পতি হলেন ২৬ বছরের দানেশ শেখ, ২৪ বছর বয়সি সোনালী খাতুন এবং পাঁচ বছরের পুত্র সন্তান সাবির। পরিবারের সদস্যদের দাবি, তারা সবাই মুরারই থানার অন্তর্গত পাইকার গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে দিল্লিতে কর্মরত ছিলেন দানেশ। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণে যে অভিযান চলছে তারই অংশ হিসেবে গত ১৮ জুন দিল্লির রোহিনী এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়। এরপর শিশু সন্তানসহ তাদের তিনজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এ ব্যাপারে দিল্লি পুলিশের ডিসিপি (রোহিনী) জানান, ‘ওই দম্পতির নাগরিকত্ব চিহ্নিতকরণে প্রথমে স্থানীয় পুলিশ পর্যায়ে তথ্য যাচাইবাছাই করা হয়। এরপর ফরেনারস রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তারা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গত ২৬ জুন তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানান, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিদিন এ ঘটনা ঘটছে। ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র দেখানোর পরও এ ঘটনা ঘটছে।’