পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শোকাবহ তাজিয়া মিছিল বের করেছে। রবিবার সকালে হাজারো মানুষের অংশগ্রহণে পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া শুরু হয়ে ধানমন্ডির ঝিগাতলায় গিয়ে শেষ হয়। একই সঙ্গে মিরপুর, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কারবালার স্মরণে মখমলের চাঁদোয়ার নিচে বহন করে নেওয়া হয় ইমাম হোসেন (রা.) প্রতীকী কবর। আশুরার আয়োজন ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। রবিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। ধানমন্ডির জিগাতলা পর্যন্ত শোক আর প্রতিবাদে শামিল হন অন্তত ১০ হাজার শিয়া সম্প্রদায়ের মানুষ। কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও। এদিকে, খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে মিছিলটি ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে আরেকটি তাজিয়া মিছিল হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদরাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহনকারীরা বলেন, কারবালার প্রান্তরে মহান আত্মত্যাগ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে, ন্যায়ের পথে চলার সাহস ও শক্তির উৎস। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যের আহ্বান তাদের। আশুরার মিছিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল সতর্ক উপস্থিতি। এ ছাড়া ছুরি, কাঁচি, বল্লম, লাঠি বহনে ছিল নিষেধাজ্ঞা।
এদিকে, শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, ঢাকা রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শোক র?্যালির আয়োজন করে। অনুষ্ঠানে আল্লামা ইমাম হায়াত তার বক্তব্যে বলেন, ১০ মহররমের কারবালার শাহাদাত শুধু একদিনের শোক নয়, বরং সত্য ও মানবতার চূড়ান্ত মুক্তির স্মারক। ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতই দুনিয়ার সব জিহাদ ও সত্যযুদ্ধের সর্বোচ্চ নিদর্শন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, মহান কারবালা প্রান্তরে মহানবী (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ স্মরণে রাজশাহীতে পালিত হয়েছে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস। রবিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ উপলক্ষে শোক মিছিল, পদযাত্রা, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাহেববাজার জিরোপয়েন্টে বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে তাজিয়া মিছিল ও পথসভায় অংশ নেন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মুসল্লি। রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে এসে পথসভা ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি ড. শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা, সাবেক কাউন্সিলর অধ্যাপক আবদুস সামাদ, আল-জামিয়াতুল আরাবিয়্যাহ রাজশাহীর সমন্বয়ক হাফেজ মো. নুরুজ্জামান, বিশ্ববাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাদেক আলী, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খয়বুর আলী।