যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১২ দিন পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলেছে। তবে শ্রেণিকক্ষে পাঠদান এখনো শুরু হয়নি। গতকাল যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয় শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলের আশপাশ ঘুরে দেখে এবং নিহত ছোট ভাইবোন ও শিক্ষকদের স্মরণ করে।
শোকসভায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘আমাদের নিজেদের এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে। আর যারা চলে গেছে, তাদের ভাইবোনরা তোমাদের সঙ্গে পড়ছে। তাদের সঙ্গে কথা বল, তাদের ট্রমা থেকে বের হয়ে আসতে সহযোগিতা কর।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমাদের ছোট ক্লাস টু, থ্রি ও ফোরের শিক্ষার্থীরা, তারা এখনো ট্রমাটাইজড। তোমরা অনেককেই হয়তো চেন। তাদের বাসা তোমরা ভিজিট করতে যাও। ওদের সময় দাও।’ এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ আগস্ট থেকে শ্রেণিকক্ষগুলোতে পুরোদমে পাঠদান শুরু হবে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, প্রথমে নবম, দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস খুলেছে। তবে কোনো শ্রেণিকক্ষে পাঠদান হয়নি। শোক ও দোয়া মাহফিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। আগামী বুধবার থেকে রুটিন অনুযায়ী সব শ্রেণিতে পাঠদান শুরু হবে। গত ২১ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি অংশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মৃত্যু হয়। এ ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে।