খুলনার ডুমুরিয়ায় ইসমাইল সরদার (১৮) নামে ইঞ্জিনচালিত ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাতিপোতা ডাঙ্গী এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি চুকনগর বাজার এলাকায়। নিহতের বাবা রেজাউল সরদার জানান, গত ১ আগস্ট ইসমাইল ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার রাতে হাতিপোতা এলাকায় তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে ভ্যানটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মোহাম্মদ মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে মাথার খুলি, পায়ের হাড়সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার তার ব্যবহৃত মোবাইল, পায়ের জুতা, লুঙ্গি, শার্ট দেখে পরিচয় নিশ্চিত করেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।