বন্যার পানি নামতে থাকায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত। লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, আত্রাই, রাজশাহী থেকে পাওয়া খবর অনুযায়ী, নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে বানভাসিদের দুর্ভোগ কমেনি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
লালমনিরহাট : চার দিন পর বন্যার পানি নেমে গেলে ভেসে উঠছে ক্ষত। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে হু হু করে বাড়ে তিস্তা নদীর পানিপ্রবাহ। এতে ডুবে যায় নদী তীরবর্তী অঞ্চলের ফসলি খেত। পানিবন্দি হয়ে পড়ে জেলার প্রায় ২৫ হাজার পরিবার। পানির তোড়ে ভেসে গেছে পুকুরের মাছ। বিশেষ করে আমন খেত ও বীজতলা ডুবে যাওয়ায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে তিস্তাপাড়ে। গতকাল পানি কমে গেলে জেগে উঠে বন্যার ক্ষত। দেখা গেছে, আমনের লাগানো চারা বন্যার পানিতে পচে-গলে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ খেতে শুধু মাটি বালু পড়ে রয়েছে, নেই কোনো আমনের চারা। কিছু খেতে চারা গাছ দেখা গেলেও প্রচণ্ড রোদে তা গলে-পচে নষ্ট হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে দ্বিতীয় দফার বন্যায় নষ্ট হওয়া আমন খেতে নতুন করে চারা লাগান নদীপাড়ের কৃষকরা। সেটাও তৃতীয় দফার বন্যায় ৩-৪ দিন ডুবে থেকে নষ্ট হয়েছে। নতুন করে লাগানোর মতো চারা নেই অধিকাংশ চাষির। ফলে আমন নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তিস্তাপাড়ের চাষিদের কপালে। এদিকে বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি নদীপাড়ে। পানির তোড়ে নষ্ট হওয়া ঘরবাড়ি মেরামত করছেন। বন্যার পানির সঙ্গে ভেসে আসা ময়লা আবর্জনা ঢুকে পড়েছে প্রতিটি বাড়িতে। ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে সাপ-পোকামাকড়। এসব সংস্কার করতে ব্যস্ত সময় যাচ্ছে পানিবন্দি পরিবারগুলোর। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, তৃতীয় দফার বন্যায় জেলার ৯১৫ হেক্টর জমির আমন খেতে ও ৬৩ হেক্টর জমির অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসি মানুষের দুর্ভোগ। ২৪ ঘণ্টায় পদ্মার পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী ও শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ ১০ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। এসব এলাকায় খাবার পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।
নওগাঁ : ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নওগাঁর নদীগুলোর পানি এখনো বাড়ছে। বিশেষ করে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে আত্রাই নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গতকাল সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় রাস্তা ভেঙে যায়। এতে তালপাতিলা গ্রামসহ আশপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। পানিবন্দি হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। ভাঙার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে মেরামতের আশ্বাস দেন।
রাজশাহী : পদ্মা নদীর রাজশাহী সীমান্তে গত তিন দিন পানি বৃদ্ধি স্থিতিশীল থাকার পর গতকাল থেকে কমতে শুরু করেছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার ১৭ দশমিক ৪৯ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। গতকাল তা কমে ১৭ দশমিক ৪২ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমির পাশাপাশি বাড়িঘরেও পানি ঢুকেছে। তবে পানি কমতে শুরু করেছে। ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি কমেছে।