সম্পূরক বৃত্তি, জকসু নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেছেন তারা। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফা দাবিতে টানা ষষ্ঠ দিনের ন্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলনসহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন জ্বালাময়ী স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। অবস্থান কর্মসূচির বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, আমাদের বহুল আকাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তি নিয়ে আমরা স্পষ্ট কোনো ব্যাখ্যা প্রশাসন থেকে এখন পর্যন্ত পাইনি। জকসু নিয়ে স্পষ্ট কোনো রোডম্যাপ প্রশাসন আমাদের দিতে পারেনি। সম্পূরক বৃত্তি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা এবং জকসুর রোডম্যাপ পাওয়ার আগ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রসঙ্গে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, প্রশাসন সিন্ডিকেটে জকসুর নীতিমালা অনুমোদন করেছে। কিন্তু আইন পাস, তফসিলসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। সম্পূরক বৃত্তির ব্যাপারেও তারা স্পষ্ট কিছু জানায়নি। এর আগে, গতকাল বিকাল ৫টায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১০২তম বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সেখানে জকসু নির্বাচনে ভোটার ও প্রার্থীদের বয়সসীমা ও শিক্ষাবর্ষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, গতকাল আমরা সিন্ডিকেটে সাড়ে তিন ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা করেছি। সেখানে সংবিধি গৃহীত হয়েছে। কিন্তু এখনো অনেকগুলো বিষয় অমীমাংসিত থাকায় আজ বিষয়গুলো চূড়ান্ত করে রবিবারের মধ্যে ইউজিসিতে সংবিধি পাঠিয়ে দেব। সব প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে জকসু নির্বাচন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভোটারদের বয়সসীমা ও প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
উপাচার্য আরও বলেন, সম্পূরক বৃত্তি নিয়ে তো নতুন করে আলোচনার কিছু নেই। সেটা চলমান রয়েছে। এ সিন্ডিকেটে শুধু জকসু নিয়ে আলোচনা হয়েছে।