পিচঢালা সড়কে পড়ে আছে দুটি রক্তাক্ত বানর। একটি বানরের কান বেয়ে রক্ত ঝরছে, রক্তে ভিজে যাচ্ছে সড়ক। পাশে নিথর পড়ে থাকা মৃত মায়ের গলা জড়িয়ে শাবকটি বারবার আকুতি জানাচ্ছে। অন্যদিকে গাছের ডালে জড়ো হয়ে থাকা বানরের দল বিকট শব্দে চিৎকার করছে, যেন শোকে মুহ্যমান হয়ে প্রতিবাদ জানাচ্ছে সাথি হারানোর। এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে। মঙ্গলবার বিকালে উদ্যানের মূল পাকা সড়কে বেপরোয়া গতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে দুটি বানর। এই দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হৃদয়বিদারক ভিডিও ও ছবি।
প্রকৃতিপ্রেমীরা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এর আগেও বহু বন্যপ্রাণী বেপরোয়া গাড়ির চাপায় মারা গেছে। যদিও উদ্যানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারিত, বাস্তবে তা কেউ মানে না। এই মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমূল হক জানান, সন্ধ্যার কিছু আগে উদ্যানের সড়কে দ্রুতগতির একটি গাড়ির চাপায় বানর দুটির মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে গিয়ে বানরের মৃতদেহ আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো বন্য প্রাণী সেগুলো টেনে নিয়ে গেছে।