কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হয়েছেন রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তি। ধর্ষণে বাধা দেওয়ায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন ঘাতক বীরেন চাকমা (৫৪)।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের জন্য আসেন।
দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন। স্থানীয় যুবক আবদুল হালিম বলেন, রাতে সম্ভবত তারা সবাই একসঙ্গে মদ্যপান করছিলেন। এ সময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বীরেন। তিনি বলেন, ‘স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মেয়েটি (স্ত্রী) চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী। স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে এক নারীর আর্তচিৎকার শুনে আমরা বের হই। বাইরে এসে দেখি ওই নারী কাঁদছে, তার স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। একটু পরেই রক্তমাখা হাতে বীরেনকে পালাতে দেখে আমরা তাকে আটক করি।
আরেকজন প্রতিবেশী মোসলেম উদ্দিন জানান, চাকমা পরিবার দুটি এখানে ভাড়া থাকত।
তারা সবাই সুপারি বাগানে কাজ করত। তবে এমন হত্যাকাণ্ড ঘটবে আমরা ভাবিনি।