বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে গতকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত জেলা-উপজেলা নির্বাচন অফিস বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ফলে নিরাপত্তার কারণে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসেননি। হয়েছে বিক্ষোভ মিছিল, সমাবেশও।
এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল থাকায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। এদিকে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে, তার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাই কোর্ট। প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। স্থানীয় পাঁচ ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও প্রতিনিধিদের প্রতিবেদন-
বাগেরহাট : বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে দুই দিনের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করে গতকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত জেলা-উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মহাসড়ক অবরোধ, জেলা-উপজেলার সব নির্বাচন অফিস বন্ধ করে দেওয়া হয়। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজও সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত চলবে এ অবস্থান কর্মসূচি। জেলা ও উপজেলা নির্বাচন অফিস অবরোধ কর্মসূচির কারণে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ভোর থেকেই ভবনের ফটকে তালা লাগিয়ে রাখে। জেলা সদর ও নয় উপজেলায় এ কর্মসূচি পালন কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মসূচি চলাকালে এসব অফিসে কোনো কার্যক্রম হয়নি।
এদিকে সকাল ৯টা থেকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাসহ সর্বস্তরের মানুষ জেলার সব নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি তাঁরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন। আজও একইভাবে বাগেরহাটের সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।
ভাঙ্গা (ফরিদপুর) : আসন পুনর্বিন্যাস নিয়ে ভাঙ্গার দুই ইউনিয়নের জনগণের চলমান অবরোধ কর্মসূচি কেন্দ্র করে সোমবারের সহিংস ঘটনার পর গতকাল থমথমে অবস্থা বিরাজ করে। সকাল থেকে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাঙ্গায় টহল দেয়। ফলে সকাল থেকেই ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিববরাবর চিঠিতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্তকরণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
এ চিঠির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা গতকাল দুপুর ১২টা থেকে আগামী শনিবার পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করে আলটিমেটাম দিয়েছেন। সোমবারের তা বের প্রতিবাদে ও দুটি ইউনিয়ন ভাঙ্গার সঙ্গে রাখার দাবিতে দুপুর ১২টার দিকে ভাঙ্গায় শান্তিমিছিল করেছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে ভাঙ্গা থানায় হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের পর সোমবার রাত ৮টার দিকে ভাঙ্গা থানা পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। রাত ১২টার দিকে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের নিরাপত্তার জন্য, তারা যাতে নিরাপদে থাকতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। আমরা চাচ্ছি যারা ফ্যাসিস্ট তাদের আইনের আওতায় অবশ্যই আনব। তাদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।’
অন্যদিকে গতকাল দুপুরে বিএনপি ভাঙ্গায় শান্তিমিছিল করেছে। মিছিলটি ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাঙ্গা এক্সপ্রেস দক্ষিণপাড়া পর্যন্ত বিভিন্ন সড়ক অতিক্রম করে। পরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলি ইছা বলেন, ‘শুরু থেকেই ভাঙ্গাবাসীর আন্দোলনের সঙ্গে বিএনপি সম্পৃক্ত ছিল এবং নেতৃত্ব দিয়ে আসছিল। বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার পর আমরা আন্দোলনে ছিলাম না। তবে এর মধ্যে ফ্যাসিস্টদের দোসররা ঢুকে সোমবার ভাঙচুর চালিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা এ ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। আমরা অভিন্ন ভাঙ্গা চাই এবং আমাদের কেটে নেওয়া দুটি ইউনিয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’ সমাবেশে আরও বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. আশরাফ শেখ।
এদিকে আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাউকে হয়রানির চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে। আগামী রবিবারের মধ্যে পাঁচ দাবি মেনে না নিলে আবারও লাগাতার আন্দোলন শুরু হবে। যা দাবি না মানা পর্যন্ত চলবে। এক ভিডিও বার্তায় হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ ঘোষণা দেন। পাশাপাশি গ্রেপ্তার আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞার মুক্তির দাবি জানিয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ‘আমাদের কোনো টিম সড়কে নেই। আমাদের একটি অ্যাম্বুলেন্স, তিনটি গাড়ি ও সার্জেন্টদের ব্যবহারের সব মোটরসাইকেল ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তায় টহল দেওয়ার মতো যানবাহন না থাকায় থানার কার্যক্রম স্থবির হয়ে গেছে।’
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘সোমবারের তা বের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে।’
ঢাকা : ফরিদপুরের ভাঙ্গার সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। পরে তিনি সাংবাদিকদের জানান, সীমানা নির্ধারণ ও আসন বণ্টনসংক্রান্ত সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতেও রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে সীমানা নির্ধারণ এবং নির্বাচনি এলাকার গঠনসংক্রান্ত ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১’-এর ৭ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তার জবাবও চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, আইন সচিব ও জাতীয় সংসদের সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।
এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।
ফরিদপুরের আসন : ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে উ™ূ¢ত পরিস্থিতিতে আদালতের রুল ও জেলা প্রশাসকের (ডিসি) চিঠি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যেহেতু রিটের ব্যাপারটা আছে, অতএব কমিশন এটা রিট এবং ডিসির যে সুপারিশ, এগুলো বিবেচনায় নিয়ে যেটা আইনগতভাবে প্রযোজ্য সেই ব্যবস্থা নেবে।’