চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মূল লক্ষ্য একটি দায়িত্বশীল ও মাদকমুক্ত ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এজন্য প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচনি আচরণবিধির ২ নম্বর ধারার ‘ঘ’ উপধারা অনুযায়ী, ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, চবি মেডিকেল সেন্টারে ইউরিন স্যাম্পল দিয়ে ৩৭৫ টাকা ফি প্রদানের মাধ্যমে প্রার্থীদের এ পরীক্ষা সম্পন্ন করতে হবে। মেডিকেল সেন্টারের প্রধান ডা. আবু তৈয়ব জানান, ইতোমধ্যে ৯৫০ জন প্রার্থী ডোপ টেস্টের জন্য স্যাম্পল দিয়েছেন। পরীক্ষা শেষে শিগগিরই ফলাফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কার্যনির্বাহী পরিষদের ২৪টি পদে ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহসভাপতি পদে সর্বাধিক ২৫ জন, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৮ জন, সহ-সাহিত্য সম্পাদক ১৬ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক (সংরক্ষিত) ১২ জন এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক (সংরক্ষিত) পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য সম্পাদকীয় পদে দপ্তর সম্পাদক ১৩ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১১ জন, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ২০ জন, স্বাস্থ্য সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক ১১ জন এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ২১ জন প্রার্থী লড়বেন। সবচেয়ে বেশি প্রতিযোগিতা দেখা গেছে নির্বাহী সদস্য পদে। পাঁচটি আসনের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ৮৪ জন প্রার্থী।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।